জেসিপিএসসি’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ৬:৫৪:২০ অপরাহ্ন
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি) এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেসিপিএসসি’র ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জেসিপিএসসি ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রতিষ্ঠানের মাল্টিপারপাস হলে কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত, আলোচনাসভা, স্মৃতিচারণ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেসিপিএসসি’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেসিপিএসসির পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ মাওলা ডন, এএফডব্লিওসি, পিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জেসিপিএসসি ২৪ বছর পার করে ২৫ বছরে যাত্রা করেছে। শুধু সিলেটের মধ্যেই নয় দেশের অন্যতম ৩য় সেরা শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে ইতোমধ্যে পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছে। যা সবার সমন্বিত ও নিরলস প্রচেষ্টার ফল। প্রতি বছর পাবলিক পরীক্ষায় শতভাগ সাফল্য রয়েছে আমাদের। সুদীর্ঘ ২৪ বছরে সহশিক্ষা কার্যক্রমেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার রয়েছে।
প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারিহা আফরোজ ও লাবিব ইসলাম জয় এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেসিপিএসসির সহকারী অধ্যাপক শারমীন আক্তার, প্রাক্তন শিক্ষার্থী ডা. সাদিকুর রহমান মিটু এবং ডা. শাম্মী আক্তার চৌধুরী। কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক ইমদাদুল হক জুবায়ের।
জেসিপিএসসির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো: কুদ্দুসুর রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান। আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ লাহিন উদ্দিন ও সদস্য হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এছাড়া বিএনসিসি, রোভার স্কাউট ও শিক্ষার্থী প্রতিনিধিরাও দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি