সিলেটে আগামী সংসদ নির্বাচন কেমন হবে জানতে চাইলো ইউরোপীয় ইউনিয়ন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ৭:৫২:৫৮ অপরাহ্ন
জেলা প্রশাসনের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক
স্টাফ রিপোর্টার : আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, সিসিকের কর্মকর্তার পর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে সিলেটে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিলেট সিটি করপোরেশনসহ সাম্প্রতিক অনুষ্ঠিত সকল নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশের অধিকার, ভোটার উপস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে ইইউ প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিলেটের জেলা প্রশাসক।
এদিকে প্রায় আধাঘন্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা না বলেই চলে যান ইইউ প্রতিনিধি দল। পরে বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সিলেটের জেলা প্রশাসক মো. মুজিবর রহমান।
তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ইইউ আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে। তাই নির্বাচনের আগে পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন সিলেটে আসা প্রাথমিক প্রতিনিধি দল। আমরা তাদের আশ্বস্ত করে জানিয়েছি, কিছুদিন আগেই আমাদের সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এই নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ঘটেনি। আমরা আশা করছি আগামী সংসদ নির্বাচনও তেমনি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, আমাদের যে বিভাগগুলো নির্বাচনে কাজ করে পুলিশ, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তারা নিজেদের মধ্যে সমন্বয় করে খুব সুন্দরভাবে নির্বাচনী দায়িত্ব পালন করেন, যে কারণে আমাদের সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সামনের নির্বাচনগুলোও আমরা ভালোভাবে করতে পারবো বলে আশা করছি।
তবে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ইইউ প্রতিনিধি দল। এ ব্যাপারে জেলা প্রশাসক বলেন, আমাদের সিটি করপোরেশনের বর্ধিতাংশে ভোটার উপস্থিতি ৭০ শতাংশের মতো ছিলো, মূল শহরের দিকে ভোটার উপস্থিতি সামান্য কম ছিলো। এর কারণ হিসেবে অনেক ভোটারের স্থান পরিবর্তনের কারণে নির্বাচনে ভোট না দেয়ার কথা উল্লেখ করেন জেলা প্রশাসক।
এর আগে সিলেট জেলা পুলিশ সুপার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল।