আরটিএম মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ৮:০২:৪৮ অপরাহ্ন
আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মাধ্যমে মানুষের সেবা করতে হলে ভালো প্রতিষ্ঠান যাছাই করে মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। তিনি বলেন, গণমানুষের স্বাস্থ্য সুরক্ষায় নার্সিং, প্যারামেডিকস ও হেলথ টেকনোলজির বিভিন্ন কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীই আমাদের প্রথম ভরসার জায়গা।
ড. আবু নাসের জাফর উল্লাহ বৃহস্পতিবার নগরীর পূর্বশাহী ঈদগাহে আরটিএম অডিটোরিয়ামে আরটিএম মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রের ২০২৩ শিক্ষাবর্ষের বি.এস.সি নার্সিং, ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, মেটস, আইএসটি ও কমিউনিটি প্যারামেডিকস এ নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আরটিএম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ম্যানেজিং ট্রাস্টি ড. আহমদ আল ওয়ালীর সভাপতিত্বে এবং জান্নাতুল ফেরদৌস, ফৌজিয়া সুলতানা, আকলিমা বেগম ও ইমাদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সীমান্তিকের এডভাইজার মাজেদ আহমদ চঞ্চল। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন আরটিএম মানবকল্যাণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও অধ্যক্ষ ডা. এস এম ফরিদুল ইসলাম লতিফী। নবাগত ও বর্তমান ছাত্রছাত্রী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরটিএম নার্সিং কলেজের অধ্যক্ষ আসিক চন্দ্র দাস, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ মজুমদার ট্রাস্টের সহকারী সেক্রেটারি শুভ্র কান্তি দাস চন্দন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নিজাম উদ্দিন, নয়ন রঞ্জন দাস, অনুজ সরকার শুভ, এনামুল আসিফ লতিফী, হোসেইন আহমদ বাবু, রিফাতুল ইসলাম সহ আরটিএম মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি