তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে সিএনজি ভাড়া নির্ধারণ
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩, ৫:৪৮:১৯ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সর্বসাধারণের দাবীর মুখে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে সিএনজি ভাড়া নির্ধারণ করলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। তিনি বৃহস্পতিবার দুপুরে সিএনজি চালকদের সাথে বসে আলোচনার মাধ্যমে এই ভাড়া নির্ধারণ করেন।
সর্বসাধারণের অভিযোগ ছিল তাহিরপুর থেকে সুনামগঞ্জ এর দূরত্ব ৩৩ কি.মি। কিন্তু এই সড়কে সিএনজি চালকরা শুরুতে ৮০ টাকা নিলেও নানান অজুহাতে ৩-৪ বছর ধরে ১শত টাকা কোনো কোনো সময় ১২০ টাকা যাত্রীদের কাছ থেকে আদায় করে। এতে করে প্রতিদিনই ঝগড়া হতো চালক ও যাত্রীদের মধ্যে। এছাড়াও জেলার অন্যান্য উপজেলার সাথে সিএনজি ভাড়া তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে ছিল সর্বোচ্চ।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জানান, অভিযোগ ছিল তাহিরপুর থেকে সুনামগঞ্জের দুরত্ব ৩৩ কিলোমিটার, সেখানে ১২০ টাকা নিচ্ছে চালকরা। তাই সিএনজি ভাড়া ১০০ টাকা ও তাহিরপুর থেকে শক্তিয়ারখলা পর্যন্ত ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এরপরও কোনো সিএনজি চালক অতিরিক্ত ভাড়া নিলে উপজেলা প্রশাসনকে জানালে জরিমানাসহ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।