শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩, ৮:৩৪:৫২ অপরাহ্ন
সিলেটস্থ ভারতীয় উপদূতাবাসের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেছেন, সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ আর বেদের নির্যাস হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতা। আমরা যদি শ্রীমদ্ভাগবত গীতাকে আঁকড়ে ধরে জীবন পরিচালিত করি তাহলে শান্তির অমিয়ধারা আমাদের সবার উপর বর্ষিত হবে। সকল সমস্যার সমাধান পবিত্র ধর্মগ্রন্থ গীতায় পাওয়া যায়।
তিনি শুক্রবার নগরীর বলরাম জিউর আখরায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা: মামুন আল মাহতাব স্বপ্নিল।
অনুষ্ঠানে গীতাপাঠ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিনীত চক্রবর্তী, এডভোকেট বিজয় কৃষ বিশ্বাস, দৈনিক যুগিভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিতা জয়সওয়াল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি রজত কান্তি গুপ্ত, মহানগর শাখার সাবেক সভাপতি সুব্রত দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল বণিক, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শংক শুভ্র রায়, মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, মিরাবাজার বলরাম জিউর আখরার কমিটির সাধারণ সম্পাদক শ্যামল প্রমুখ।
প্রতিযোগিতায় ক বিভাগে ১ম স্থান অধিকার করে সুইটি দেবনাথ, ২য় স্থান পূর্ণিমা রানী দাস, ৩য় স্থান অধিকার করে ভূমিশ্রী বৈদ্য বৃন্দা, খ বিভাগে ১ম হয় রাজশ্রী চন্দ মিথিলা, ২য় স্থান অর্জন করে পুস্পিতা দাস, ৩য় স্থান অধিকার করে সৃষ্টি চন্দ।