আওয়ামীলীগ সরকার অন্যায় জুলুম সহ্য করে না : জয়া সেনগুপ্তা এমপি
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৯:০৮:৫৯ অপরাহ্ন
শাল্লা সংবাদদাতা: ‘আওয়ামীলীগ সরকার অন্যায় জুলুম সহ্য করে না। এই সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। এই সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানের সরকার, এই সরকার উন্নয়নের সরকার। আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিরপরাধ কোনো ব্যক্তি যেনো কোনো মামলায় হয়রানির শিকার না হয়। সাহস হারাবেন না। আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব।
২০২০ সালের ১৭ মার্চ যখন নয়াগাঁওয়ে হামলার ঘটনা ঘটে, তখন আমি অসুস্থ ছিলাম। যে কারণে আমি নয়াগাঁও আসতে পারিনি। তবে সেই দুর্যোগের সময়ে আমি আপনাদের খোঁজ খবর নিয়েছি প্রতিনিয়ত। আর প্রধানমন্ত্রী তো সব সময় আপনাদের খোঁজ খবর নিয়েছেন। প্রধানমন্ত্রী প্রায়শই আমাকে বলেন হাওরের মানুষ কেমন আছেন। আমি বলি ভাল আছেন।’
শনিবার বেলা ১১টায় শাল্লা উপজেলার নয়াগাঁও গ্রামে ও বিকেল ৩টায় শাল্লা ইউনিয়নের আলোচিত সাতপাড়া বাজারে জন সমাবেশ এবং উপজেলা সদরে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে একথা বলেন এমপি জয়া সেনগুপ্তা।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহসভাপতি ও শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সত্তার মিয়া, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, দিরাই উপজেলা আ’লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, ৩ নং বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, দিরাই উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা জগৎ চন্দ্র দাস, হবিবপুর ইউপি সদস্য বিশ্বরূপ দাস, সুধীর চন্দ্র দাস প্রমূখ।