নর্থ ইস্ট ইউনিভার্সিটির সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ৫:৫৪:৫১ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে এক সেমিনার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। সেমিনারে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন এসিআই এগ্রোবিজনেস এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সিন্ডিকেট সদস্য ড. ফয়জুল হক আনসারী (এফ এইচ আনসারী)।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে ড. আনসারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে কর্পোরেট প্রতিষ্ঠানের কার্যক্রম, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে নিজেদেরকে তৈরী করা এবং বর্তমান বিশ্বে এর প্রয়োজনীয়তা, এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান, ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীদের কর্পোরেট ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় এই সেমিনার আয়োজন করায় আয়োজক কমিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি উক্ত সেমিনারে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত থাকায় ড. ফয়জুল হক আনসারী এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং সেমিনার আয়োজক কমিটির আহবায়ক রেবেকা সুলতানা চৌধুরী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উক্ত সেমিনারে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বংলাদেশ-এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি