নর্থ ইস্ট ইউনিভার্সিটি এবং এসিআই লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ৫:৫৭:১১ অপরাহ্ন
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং এসিআই লিমিটেড এর মধ্যে সমঝোতা চুক্তি সোমবার স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও ডিনগণের উপস্থিতিতে উক্ত এতে স্বাক্ষর করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস এবং এসিআই এগ্রোবিজনেসেস এর প্রেসিডেন্ট ড. ফয়জুল হক আনসারী (এফ এইচ আনসারী)।
উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থীরা এখন থেকে এসিআই লিমিটেড এর বিভিন্ন প্রতিষ্ঠানে পেইড ইন্টার্নশিপের সুযোগ লাভ করবে। ফলে তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবে। তিনি এর জন্য ড. ফয়জুল হক আনসারী (এফ এইচ আনসারী) প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আশা প্রকাশ করেন এসিআই লিমিটেড নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ প্রদান অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি