বাহুবলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ৬:৪৬:৪৩ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, মুক্তিযোদ্ধাদের সাথে অশুভ আচরণ, মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তির প্রতিবাদ ও প্রতিকার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীমুর রহমানের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৭নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বশির, ২নং পুটিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, ৩নং সাতকাপন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ৪নং বাহুবল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজমল হোসেন চৌধুরী, ৬নং মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ, ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হক রাহিন।মানববন্ধন কর্মসূচি শেষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।