কালীঘাটে ৪ কাউন্সিলরকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৩, ৭:৩৩:১২ অপরাহ্ন
নগরীর কালীঘাট কাঁচামাল আড়ৎদার সমিতি সিলেট-এর উদ্যোগে নবনির্বাচিত ৪ কাউন্সিলরকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীঘাট কাঁচামাল আড়ৎদার সমিতি সিলেট-এর কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফালাউদ্দিন আলী আহমদ।
কালীঘাট কাঁচামাল আড়ৎদার সমিতি সিলেট-এর সভাপতি আব্দুল গফ্ফার মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ, ৪২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মতিউর রহমান, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহানা বেগম শানু। নির্বাহী কমিটির সদস্য মারুফ আহমদ ও নিরঞ্জন দাস টুকু’র পরিচানায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক খালেদ হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আড়ৎদার সমিতির সহ সভাপতি আব্দুল জলিল, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন, অর্থ সম্পাদক শাহেদুল আম্বিয়া চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য আফজল হোসেন স্বাধীন প্রমুখ। বিজ্ঞপ্তি