বর্ডার গার্ড স্কুলে মশক নিধন কর্মসূচি ও র্যালী
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ৮:০৬:১৬ অপরাহ্ন
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে ডেঙ্গু বিস্তার রোধে সচেতনতামূলক র্যালী এবং মশক নিধন কর্মসূচি পালন করা হয়। বুধবার সকাল ৯ টায় কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কর্নেল জি এইচ এম সেলিম হাসান, চেয়ারম্যান, গভর্নিং বডি ও সেক্টর কমান্ডার বিজিবি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোঃ আইয়ুব খান (অব:), উপাধ্যক্ষ মোঃ এনায়াতুর রহমান, সহকারি প্রধান শিক্ষক তাহমিনা সুলতানাসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
ডেঙ্গু বিস্তার রোধে ফুলের টব, ড্রেনসহ বিভিন্ন জায়গায় কীটনাশক স্প্রে এবং প্রতিষ্ঠান আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী, বিএনসিসি, বয়েজ স্কাউট ও গার্লস্ গাইড।
সবশেষে প্রধান অতিথি সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্দ্যেশে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এ ধরণের একটি সুন্দর আয়োজনের জন্য সকল শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি