শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে ফখরুল ইসলাম: শুক্রবারের জনসভা সফলে সিলেটের শ্রমিক সমাজ ঐক্যবদ্ধ
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ৮:০৭:০৭ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াতসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তি এবং নিত্যপণ্যের উর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল শুক্রবার রেজিস্টারি মাঠের শান্তিপূর্ণ জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভাকে সর্বাত্মকভাবে সফল করতে সর্বস্তরের শ্রমিকদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে উদ্ধার ও গণতন্ত্রের স্বাভাবিক ধারা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর ১০ দফা দাবী শ্রমিকদের কাছে তুলে ধরতে হবে। শ্রমিকদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল করতে হবে।
তিনি বুধবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ২১ জুলাই শুক্রবার রেজিস্টারি মাঠের জনসভা সফলের লক্ষ্যে ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠন নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন বিভিন্ন ট্রেড ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুজ্জামান খান, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার, অফিস, প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক দিলশাদ মিয়া ও বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি