সড়ক দুর্ঘটনায় ৭ জনের ইন্তেকালে জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ৮:০৭:৩৩ অপরাহ্ন
বৃহস্পতিবার সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে কোম্পানীগঞ্জস্থ পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক এবং পেশাজীবি পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি কাজী মাওলানা আমির উদ্দিনসহ ৭ জনের নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখা।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন ও মাওলানা মাসুক আহমদ, জেলা শূরা সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমান শোক বিবৃতিতে বলেন, সড়কে অব্যবস্থাপনার নজির এইসব দুর্ঘটনা। একসঙ্গে এত তাজা প্রাণের মৃত্যু সিলেটবাসীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবার এবং আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি