বানেশ্বরপুরে নূরে মদিনা তাহফিযুল কুরআন মাদ্রাসার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ৮:১৯:০৩ অপরাহ্ন
আন্তর্জাতিক মানের হাফিজ গড়ার প্রত্যয় নিয়ে দক্ষিণ সুরমার বানেশ^রপুরে যাত্রা শুরু হলো নূরে মদিনা তাহফিযুল কুরআন মাদ্রাসার। ছায়া সুনিবিড় মনোরম পরিবেশে মাদরাসাটিতে থাকছে সম্পূর্ণ আবাসিক সুবিধা ও দক্ষ শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান।
বৃহস্পতিবার (২০ জুলাই ২০২৩) বাদ জোহর মাদারাসার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল শহীদ (বড় হুজুর) এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার হয়রত মাওলানা আজিজুর রহমান ধনপুরী।
মহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফান্স প্রবাসী মামুন খান, সাংবাদিক মান্না চৌধুরী ও আহবাব মোস্তফা খান এবং এসএফ ইংলিশ একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক ফখরুল খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মাহমুদ আলী সাহেব ও মাদরাসার উপ পরিচালক ও প্রধান শিক্ষক জনাব নূর আলম মাহদি। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পবিত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু তাহের জামান এবং ইসলামি সংগীত পরিবেশন করেন হাফিজ ইসমাঈল হুসেন।
দোয়া মাহফিলপূর্ব আলোচনায় বক্তারা কোরআন শিক্ষা ও কোরআনের অমলিন আলোর আভা ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন। তারা বলেন, ইসলামী চেতনা, মূল্যবোধ ও ইসলামী স্বকীয়তার সঙ্গে বেড়ে উঠতে থাকবে এই প্রতিষ্ঠানটি। এতে যেমন এলাকা আলোকিত হবে, তেমনি উপকৃত হবে গোটা মুসলিম উম্মাহ।
উল্লেখ্য যে, লন্ডন প্রবাসী হাফিজ মোঃ শামসুল আলম (সুমন) এর ঐকান্তিক প্রচেষ্টা ও প্রবাসীসহ এলাকার মানুষের সহযোগিতায় গড়ে উঠেছে এ প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি