সিলেটে সড়কে ঝরলো ৭ জনের প্রাণ
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ৯:০৫:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ থেকে মাইক্রোবাসে (হাইয়েস) করে সিলেটে বেড়াতে এসেছিলেন আরিফুল ইসলাম। সঙ্গে ছিলেন পরিবারের তিনজনসহ আরো ১০ জন। বৃহস্পতিবার ভোরে সিলেট এসে পৌঁছেন তারা। এরপর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে ফজরের নামাজ পড়েন। পরে মাজার জিয়ারত করে সেখান থেকে রওয়ানা দেন ভোলাগঞ্জের সাদাপাথরে উদ্দেশ্যে। তখন ভ্রমণের ক্লান্তিতে গাড়িতে থাকা সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় আরিফুল। দেখতে পান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশের খালে পড়ে যায় তাদের বহন করা গাড়ি। এ ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে খগাইল সংলগ্ন পিয়াইনগুল কাজী কলিমুল্লাহ উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে অটোরিকশার ৬ জন যাত্রী ও মাইক্রোবাস চালক। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৪ জন।
নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে ও পারুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক কাজী আমির উদ্দিন (৪২), একই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে অটোরিকশা চালক মো. কালন মিয়া, উপজেলার পশ্চিম ইসলাম ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত গয়াব আলীর ছেলে জালাল মিয়া (৪৫), উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে মো. ইদ্রিস আলী (৪০), দক্ষিণ ইসলামপুর ইউনিয়নের উত্তর টুকেরগাঁও গ্রামের সুরুজ্জামালের ৯ মাসের অন্তঃসত্ত¡া স্ত্রী রিতা বেগম (১৮), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগলি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে একাব্বর আলী (৬৫) ও মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার দক্ষিণ ধল্লা গ্রামের মৃত দোয়াত আলীর ছেলে মাইক্রোবাস চালক আবু তাহের (৪৫)।
মাইক্রোবাসে থাকা আরিফুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গাড়িতে থাকা সবাই ঘুমিয়েছিলেন। চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনতে পাই, মুহূর্তের মধ্যে বুঝতে পারি সড়কের পাশের খালের পানিতে পড়ে আছি। পরে অন্যরা পানি থেকে মাইক্রোবাসের যাত্রীদের উদ্ধার করেন। আশপাশের লোকজনও তাদের উদ্ধারে সহযোগিতা করেন। পানি থেকে উঠে তিনি সড়কের পাশে অটোরিকশার যাত্রীদের লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন। তিনি বলেন, দুর্ঘটনায় তার ভাই সোলেমান, আট বছর বয়সী ভাতিজা ও পাঁচ বছর বয়সী মেয়ে আহত হয়েছেন। তাদের ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিলেটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, মাইক্রোবাসের সামনের ডান পাশের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিলেটমুখী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। নিহতদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রবাসীকল্যাণমন্ত্রীর শোক : এদিকে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, এই মর্মান্তিক মৃত্যুর খবর আমাদের স্তব্ধ করেছে। আমি খুবই মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি আহতদের দ্রæত আরোগ্য কামনা করছি।
নিহতের পরিবারকে নগদ অর্থ অনুদান : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে দুর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। লাশ দাফন কার্যের জন্য নিহত সাতজনের অভিভাবকদের কাছে নগদ ২০ হাজার টাকা তুলে দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ প্রমুখ।