জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশী নিহত
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ৯:০৭:১৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভারত সীমান্তের সারি নদীর ১৩০১ নম্বর পিলার সংলগ্ন তেলাঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো এক তরুণ গুলিবিদ্ধ হন।
নিহত তরুণের নাম রুবেল হোসেন (২২)। তিনি জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। আর গুলিবিদ্ধ তরুণের নাম হলো মাসুম আহমদ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকালে পাথর সংগ্রহ করতে লালাখালের ভারত সীমান্তের তেলাঞ্জি এলাকায় প্রবেশ করেন জৈন্তাপুর উপজেলার কয়েকজন তরুণ। এ সময় তাদের লক্ষ্য করে ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়লে রুবেল ও মাসুম নামের দুইজন গুলিবিদ্ধ হন। পরে অন্যরা দু’জনকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। আহত রুবেলকে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। পরে স্বজনেরা তার লাশ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ রুবেলের বাড়ি গিয়ে তার লাশ উদ্ধার করে।
বিজিবির লালাখাল ক্যাম্পের কমান্ডারের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে অন্য প্রান্ত থাকা ব্যক্তি তিনি নিজের পরিচয় না দিয়ে বলেন, ভারত সীমান্ত এলাকায় প্রবেশ করার সময় এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে খবর পেয়েছেন। তারা এ ব্যাপারে তথ্য সংগ্রহ করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নিহত তরুণের লাশ উদ্ধার করে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ওসি বলেন, এ ঘটনায় আরো এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বাইরে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানতে পেরেছি।