চিরনিদ্রায় শায়িত কাজী আমির উদ্দিন
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ৯:২০:০৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: হাজারো মানুষের ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন কোম্পানীগঞ্জের পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র সহকারী শিক্ষক কাজী মাওলানা আমির উদ্দিন। বৃহস্পতিবার আসরের নামাজ শেষে তাঁর কালিবাড়ি বাড়ির পাশের মসজিদ মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন কলাবাড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুছাব্বির। জানাজায় কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও সিলেট সদর থেকে মানুষ উপস্থিত হোন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের সুন্দ্রগাঁও-এ মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ১ মেয়ে ও স্ত্রী রয়েছেন।
কাজী আমির উদ্দিন ছিলেন উপজেলার কালীবাড়ি গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের নিকাহ রেজিস্ট্রার।