বিদেশীরা নিজেদের বাংলাদেশের সম্রাট মনে করে : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৩, ৬:৪১:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গণমাধ্যমে বিদেশীদের মন্তব্য অতি প্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়। তারা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করে।
শুক্রবার দুপুরে সিলেট শিল্পকলা একেডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলো। এনিয়ে একটা দেশও কথা বলেনি। বাংলাদেশ কিছু করলেই সাথে সাথেই বিদেশীরা চিৎকার করেন। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। এটি জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই। পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দল বেঁধে মন্তব্য করে না। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এটা করে।