জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাসিম আর নেই
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৩, ৭:১০:৩৯ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ টার উপজেলার দক্ষিণ কামলাবাজ গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহ…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৮৪ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে দক্ষিণ কামলাবাজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।