মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৩, ৮:৩১:১০ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল ৭ বছরের শিশু তানভীরের। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার খড়কি কাসেমুল উল্লুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় শুক্রবার বেলা ১১টায় মাদ্রাসা ছাত্র তানভীর পুকুরে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানায় তানভীর পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে মাদ্রাসা পুকুর তল্লাশী করে তানভীরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা জেলার জাফরপুর গ্রামের আব্দুর রহিমের পরিবার খড়কি শ্বশুর বাড়িতে বসবাস করা থাকা অবস্থায় তানভীর ওই মাদ্রাসায় পড়াশোনা করত।