দক্ষিণ সুরমা পিকআপ চালকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৩, ৬:৪২:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। শনিবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে।
নিহত জেবুল মিয়া (৫৫) দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের এব্দালপুর নাজিরবাজার এলাকার খাছিম আলী ছেলে। তিনি পেশায় পিকআপ চালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আবুল হোসেন বলেন, শুক্রবার রাতের কোন এক সময় জেবুল মিয়া বাড়ির পাশের একটি গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে কি কারনে এ ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হচ্ছে।