জকিগঞ্জ – রতনগঞ্জ সড়ক এখন মরণ ফাঁদ
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৩, ৭:২১:৫৩ অপরাহ্ন
এখলাছুর রহমান, জকিগঞ্জ থেকে: জকিগঞ্জ-আটগ্রাম-রতনগঞ্জ সড়কটি বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই সড়কটি জকিগঞ্জ পর্যন্ত ১১ কিলোমিটার দূরত্ব। সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অধীন। সড়কে প্রতিদিন ছোটো বড়ো প্রায় ৫ শতাধিক যানবাহন চলাচল করে। সড়কে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এসব গর্তে পানি জমে প্রায়ই দুর্ঘটনা ঘটে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করে।
সড়কটি সংস্কারের জন্য সম্প্রতি ৪ কোটি টাকা বরাদ্দ করা হয়। সংশ্লিষ্ট ঠিকাদার সময় মতো কাজ না করায় নির্বাহী প্রকৌশলী ওয়ার্ক অর্ডার বাতিল করেন। উপজেলা চেয়ারম্যান লোকমান চৌধুরী জানান এমপির বরাদ্দ থেকে তিনি সড়কের কিছু অংশে গর্তে ইট বসিয়েছেন। বাকি রাস্তায় গর্ত ভরাট করা হবে। এদিকে রাস্তাটি সংস্কার না হওয়ায় যানবাহনের চালকরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ছোটো যানবাহনগুলো অতিশয় ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে যেকোনো সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।