নৃত্যশৈলী সিলেটের দুই দিনব্যাপী বর্ষা উৎসব সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৩, ৭:৪০:০৭ অপরাহ্ন
উৎসব সভা-মাঝে শ্রাবণের বীণা বাজে শ্লোগানে সিলেটের নৃত্য চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্র নৃত্যশৈলীর আয়োজনে দুই দিনব্যাপী বর্ষা উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে নৃত্যশৈলী সিলেটের জনপ্রিয় গীতি নৃত্যনাট্য ‘মহাজনের নাও’ পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী বর্ষা উৎসব সমাপ্ত হয়।
উৎসবের সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, ভারতীয় সহকারী কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, মহাজনের নাও গীতিনাট্যের রচয়িতা শাকুর মজিদ, সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম।
এছারাও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, কর্ণেল (অব:) মো. আব্দুস সালাম বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন। আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নৃত্যশৈলী সিলেটের পরিচালক নীলাঞ্জনা যুঁই। বিজ্ঞপ্তি