অধ্যক্ষ আব্দুল খালিকের মৃত্যুতে দক্ষিণ জামায়াতের শোক
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৩, ৮:৪৩:২০ অপরাহ্ন
সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ, বিশিষ্ট আলেমে দ্বীন জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল খালিক মণ্ডলের মৃত্যু শোক প্রকাশ করেছেন সিলেট দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
দলটির দক্ষিণ জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ ও সেক্রেটারী নজরুল ইসলাম এক যৌথ বিবৃতিতে অধ্যক্ষ মাওলানা আব্দুল খালিক মণ্ডলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য গত ২০ জুলাই সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল খালিক মÐল। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।