শান্তিগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে র্যালী
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৩, ৬:৩২:০৮ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে একটি র্যালী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা এসে মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকৌশলী আল নূর তারেক, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, নির্বাচন কর্মকর্তা সাইফুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক প্রমুখ।