ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৩, ৯:০০:৩৬ অপরাহ্ন
আজমিরীগঞ্জ থেকে সংবাদদাতা: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলা শেষে উল্লাসের সময় দুই যুবকের মধ্যে বাক-বিতন্ডার জেরে সংঘর্ষে সেলিম মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় সেলিম মিয়ার বড় দুই ভাই নবী হোসেন (৪৮) এবং দেলোয়ার মিয়া (৩৮) আহত হন। নিহত সেলিম মিয়া পৌরসভার শরীফ নগর গ্রামের মৃত সাবাজ মিয়ার পুত্র। শনিবার সন্ধ্যা ছয়টায় পৌরসভার গরুর বাজার খেলার মাঠে একটি টুর্নামেন্ট শেষে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার বিকাল সাড়ে চারটায় গরুর বাজার খেলার মাঠে একটি টুর্নামেন্ট চলছিলো। টুর্নামেন্ট শেষে দর্শকরা উল্লাস করার সময় সেলিম মিয়ার সাথে শরীফ নগর (নতুন বাড়ী)’র বাসিন্দা মৃত আলাউদ্দিন মিয়ার পুত্র আশিফুল নবী রনির সাথে বাক বিতন্ডা হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে রনি সেলিম মিয়াকে মারধর করে। বিষয়টি সেলিম মিয়া তার বড় দুই ভাইকে অবগত করলে সেলিম মিয়ার ভাই নবী হোসেন ও দেলোয়ার মারার বিষয়টি জানতে রনির কাছে গেলে উভয়পক্ষের মাঝে পুনরায় সংঘর্ষ বাধে। এতে সেলিম মিয়াসহ তার দুই ভাই গুরুতর আহত হন। সেলিম মিয়ার স্বজনরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেলিম মিয়াকে মৃত ঘোষনা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুইপক্ষের লোকজনের মধ্যে হালকা মারামারি হয়। এ সময় সেলিম মিয়া নামে এক যুবক মারা যায়। লাশের সুরতহাল তৈরি করা হয়ছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।