লিডিং ইউনিভার্সিটির বৃক্ষরোপণ কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৩, ৭:২৬:৩৩ অপরাহ্ন
প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজে সাজিয়ে তুলতে লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে বঙ্গবন্ধু চত্বরে একটি জারুল গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এসময় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলীও বঙ্গবন্ধু চত্বরে একটি জারুল গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, ট্রাস্টি বোর্ড সদস্য সৈয়দ আব্দুল হাই, ট্রেজারার বনমালী ভৌমিক, ট্রাস্টি বোর্ড সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি