জামেয়া মোহাম্মদিয়ায় ধনপুরী স্মরণে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৩, ৭:৩০:৫৬ অপরাহ্ন
জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানা মিলনায়তনে শায়খুল হাদিস আল্লামা আব্দুল মতিন ধনপুরী এবং এলাকার মুর্দেগানদের স্মরণে দোয়া মাহফিল ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কুদ্দুছ তালুকদার সৌদি গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা শনিবার অনুষ্ঠিত হয়।
জামেয়া মোহাম্মদিয়া সিলেট এর নির্বাহী কমিটির সভাপতি মফিজ আলি মাষ্টারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আ ন ম ওহিদ কনা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রিয়াজ মিয়া, সৌদি প্রবাসী গিয়াস উদ্দিন ভূইয়া, জাউয়াবাজার ইউপির সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন মুরাদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কুদ্দুছ তালুকদার। উপস্থিত ছিলেন গোলামে রাব্বানী, ফয়সাল আহমদ, জমিরউদ্দীন, জমশেদ আলী, আব্দুর রাজ্জাক, আব্দুন নূর, নুরুল ইসলাম, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আব্দুল করিম দিলদার, মাওলানা ফয়জুল করীম মিনহাজ, মাওলানা নুরুল আমিন, হাফিজ মাওলানা জিয়াউল হক, নুরুল হুদা,সাহেদ আহমদ, সাংবাদিক আমির হোসেন সাগর, মস্তফা আহমদ সম্রাট প্রমূখ।
পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা এবং শায়খুল হাদিস আল্লামা আব্দুল মতিন ধনপুরী এবং এলাকার মুর্দেগানদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি