বিয়ানীবাজারে দুর্বৃত্তদের আগুনে নিঃস্ব যুবক
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৩, ৮:৫০:২২ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলার এক যুবক দুর্বৃত্তদের দেয়া আগুনে নিঃস্ব হয়ে গেছেন। ওই যুবকের অভিযোগ শনিবার দিবাগত রাতে দোকান লাগিয়ে যাওয়ার পর কে বা কারা তার দোকানে আগুন দেয়। এতে মুহুর্তেই পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় তার দোকানের পিছনে থাকা গরু ভাগ্যক্রমে বেঁচে যায়। ভুক্তভোগী সেই যুবকের নাম নুরুল ইসলাম হিরা (৩৫)। সে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খসিরবন্দ কিয়াছড়া গ্রামের হাজী মুছলিম উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী এই যুবক অভিযোগ করেন, শনিবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩ টায় হঠাৎ করে আগুন দেখতে পান। স্থানীয়দের সহযোগীতায় আগুন নিভানোর চেষ্টা করা হয় এবং ফায়ার সার্ভিসকে কল দেয়া হয় কিন্তু শেষ রক্ষা হয় নি। তিনি জানান যারা তার দোকানে আগুন দিয়েছে তার পায়ের জুতা এবং একটি ছাতা পেয়েছেন। তিনি এই ঘটনার বিচার দাবী করেন এবং নিঃস্ব থেকে আবারও ঘুরে দাঁড়ানোর জন্য বিত্তশালী প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইউপি সদস্য হাজী জালাল উদ্দিন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। যে বা যারা এই কান্ড ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা দরকার।