সিসিকের ৪ কাউন্সিলরকে খন্দকার ট্রেড সেন্টারের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ৬:৫১:৪১ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, ৩৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদীন, ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত মহিলা কাউন্সিলর সাজেদা বেগম এবং ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের মহিলা নবনির্বাচিত কাউন্সিলর হাজেরা বেগম এর সংবর্ধনা শনিবার রাত ৯টায় শাহপরাণ গেইটে খন্দকার ট্রেড সেন্টারের অনুষ্ঠিত হয়।
খন্দকার ট্রেড সেন্টারের কার্যকরী কমিটির সভাপতি আসাদুজ্জামান খানের সভাপতিত্বে ও মাওলানা খালেদ আহমদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত ৪ কাউন্সিলর। ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন সুবেদুর রহমান মুন্না, কামাল আহমেদ, ফজলুর রহমান মন্টু প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি