সারী নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ৯:১০:৩০ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : সারী নদীতে নিখোঁজ যুবক সাদিকুর রহমানের লাশ এক দিন পর স্থানীয়রা উদ্ধার করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দুপুরে কাজ শেষে সাঁতার কেটে বাড়ী ফিরছিলেন নিখোঁজ যুবক সাদিকসহ তিন জন। তার মধ্যে সদিকুর রহমান নদীর পানিতে তলিয়ে যায়। এরপর হতে স্থানীয় জনতা তাকে উদ্ধারের কাজ শুরু করলেও সাদিকুর রহমানকে পাওয়া যায়নি। সোমবার ভোর হতে সারী নদীর ভারত সীমান্তের লক্ষীবাবুর ঘাট হতে বাংলাদেশ সীমান্তের ইউনুছের ঝুম নামক স্থানে ব্যাপক তাল্লাসীর পর ভারত বাংলাদেশ সীমান্তের ১৩০১ মেইন পিলারের ১এস রিভার পিলার এলাকায় দুপুর ১২টায় তার লাশ পানিতে ভেসে উঠে। চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জৈন্তাপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় ইউপি সদস্যরা স্থানীয়দের সহায়তায় নিখোঁজ যুবক সাদিকের লাশ উদ্ধার করে লালাখাল ঘাটে নিয়ে আসেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়ল বলেন, লাশ ভেসে উঠার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চারিকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামসুজ্জামান সেলিমসহ অন্য ইউপি সদস্যদের সহায়তায় নদী হতে যুবকের লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে থানায় নিয়ে আসি। অধিকতর তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।