বালাগঞ্জে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ৯:১৮:৫২ অপরাহ্ন
বালাগঞ্জ সংবাদদাতা: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা করেছে বালাগঞ্জ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার দপ্তর।
সোমবার বেলা ১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারি মো. শামসুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা রাজিব সরদার, সাংবাদিক মোঃ আমির আলী, সাংবাদিক জাগির হোসেন প্রমুখ।এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের লিফ আশিকুর রহমান, বিদ্যুৎ দাস রিংকু, শুভ রায় প্রমুখ।