কোম্পানীগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ৯:২০:৫২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা মৎস্য অফিসে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলায় খামারি ও মৎস্য খামার বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলায়ও ৭দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা, র্যালী, আলোচনা সভা, সফল মৎস্য চাষিকে পুরষ্কার প্রদান, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সহ বিভিন্ন কর্মসূচি।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌফিক হাসান কবীর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসক্লাবে পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফখর উদ্দিন, কার্যকরী সদস্য আব্দুল হামিদ প্রমুখ।