ফের অ্যাকশনে মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ১২:১০:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কিছুদিন বিরতি দিয়ে ফের স্বরুপে অ্যাকশনে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার টানা ৩ ঘন্টাব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও হকার উচ্ছেদে জোরালো অভিযানে নেতৃত্ব দেন তিনি। এ সময় ফুটপাত ও রাস্তা থেকে হকার উচ্ছেদের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে সাটানো ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত সিটি নির্বাচন পরবর্তী সময়ে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়রের নিষ্ক্রিয়তার সুযোগে ফুটপাতের পাশাপাশি রাস্তা দখল করে নির্দি¦ধায় ব্যবসা শুরু করেন হকাররা। এই নিয়ে সর্বত্র বিতর্কের জের উঠে। ব্যবসায়ীদের পক্ষ থেকেও বর্তমান মেয়রকে মেয়াদের শেষ দিন পর্যন্ত অ্যাকশন চালু রাখার আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিতে বর্তমান মেয়রের নিস্ক্রিয়তার ব্যাপারে ব্যবসায়ীদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। এ নিয়ে দৈনিক জালালাবাদে সংবাদ প্রকাশিত হয়।
এদিকে শেষ পর্যন্ত সোমবার পুরনো রূপে একশনে নেমে বিতর্কের অবসান ঘটালেন বর্তমান বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী।
সোমবার বেলা ১১টা থেকে ২ টা পর্যন্ত নগরীর বন্দরবাজার সুরমা মার্কেটের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু করে কোর্টপয়েন্ট, সিটি পয়েন্ট, জিন্দাবাজার ও চৌহাট্টা হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে এ অভিযান শেষ করা হয়। অভিযানে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে হকার উচ্ছেদ করেন। একই সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন অপসারণ করেন।
অভিযানকালে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, মেয়াদের শেষ দিন পর্যন্ত আমি আমার কাজ করে যাবো। দায়িত্বে অবহেলা করার কোন সুযোগ নেই। এখন থেকে প্রতিদিন অভিযানে নামার ঘোষণা দিয়ে মেয়র আরিফ বলেন, আমার প্রত্যাশা থাকবে নতুন যিনি দায়িত্বে আসছেন তিনি এই কাজ অব্যাহত রাখবেন।