নগরে জামায়াতের বিক্ষোভ শুক্রবার : অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ৯:৪৫:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আগামী শুক্রবার (২৮ জুলাই) নগরীতে বিক্ষোভ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর জামায়াত। বিক্ষোভকে সফল করতে পুলিশের সহযোগিতা চেয়ে এসএমপি পুলিশ কমিশনার বরাবরে মহানগর জামায়াতের পক্ষ থেকে সোমবার লিখিত আবেদন করেন মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।
আবেদনে উল্লেখ করা হয়, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার পুনর্বহাল, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধসহ ১০ দফা দাবীতে আগামী শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৪টায় নগরীর সিটি পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে মহানগর জামায়াত। উক্ত কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ কমিশনারের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।