দোয়ারায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ৫:৪৪:৩০ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং এফআইভিডিবি সূচনা প্রকল্পের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে ও জেলা সূচনা প্রকল্পের টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) এ.কে শামীম আহমদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহীন খান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মণ, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ।
সভায় সূচনা প্রকল্পের জেলা টেকনিক্যাল অফিসার শামীম আহমদ অপুষ্টি প্রতিরোধে সূচনা প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এবং সরকারি সব বিভাগ সূচনা প্রকল্পকে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সূচনা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন সূচনা প্রকল্পের জেলা টেকনিক্যাল ম্যানেজার মোমেন খান।