গোলাপগঞ্জে বিএসটিআই’র অভিযান
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৩, ৭:৪৭:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জে মঙ্গলবার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিস। গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে সিএম লাইসেন্স নবায়ন ব্যাতিরেকে কেক, ব্রেড, বিস্কুট পণ্য বাজারজাত করার অপরাধে গোলাপগঞ্জ বাজারের তৃপ্তি ফুডসে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওজন যন্ত্রের হালসন ভেরিফিকেশন সনদ ও পরিমাপ সঠিক থাকায় মধুবন ক্যাফে ও ফিজা এন্ড কোং কে ধন্যবাদ জানানো হয়। বিএসটিআই বিভাগীয় অফিস সিলেটের কর্মকর্তা প্রকৌশলী মরিয়ম এবং মো. আল-আমিন এতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।