মাধবপুরে চোরাই ট্রাকসহ ৪ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৩, ৭:৪৯:১২ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থেকে চুরি হওয়া মিনি ট্রাক এক মাস পর গাজীপুরের শ্রীপুর থেকে বুধবার ভোরে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার সহর আলীর ছেলে কফিল উদ্দিন (৪০), একই উপজেলার মুলাইদ গ্রামের ইসতম আলীর ছেলে মকবুল হোসেন (৩৫), ভেটিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে শাকিল মিয়া (২৩) ও একই গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে আশিক মিয়া (১৯)।
২৫ জুন রাতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মাধবপুর সদরে চৌধুরী ফার্নিচারের একটি মিনি ট্রাক চুরি হয়। গাড়ি চুরির ঘটনায় চৌধুরী ফার্নিচারের মালিক ইউপি সদস্য আফজল চৌধুরী থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ গাড়ি উদ্ধারে তৎপর হয়। কয়েক দিন আগে ঔ চোরচক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ মিনি ট্রাক কম মূল্যে বিক্রির বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিটি মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দৃষ্টিগোচর হলে সন্দেহ হয়। কৌশলে তিনি পুলিশসহ গাড়ির মালিককে ক্রেতা সাজিয়ে দর দাম করতে পাঠালে গাড়ি মালিক গাড়িটি শনাক্ত করেন। এরপরই মাধবপুর থানা এসআই সাইদুল ইসলাম শ্রীপুর থানা পুলিশের সহায়তার বুধবার ভোর রাতে চোরাই মিনি ট্রাকটি উদ্ধার করেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে উদ্ধার গাড়িসহ মাধবপুর থানায় নিয়ে আসেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ধৃতরা সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের সদস্য। এরা দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গাড়ি চুরি করে।