লিবিয়ায় আট মাস ধরে নিখোঁজ বিয়ানীবাজারের যুবক
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৩, ৮:৩৮:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে লিবিয়ায় গিয়ে নিখোঁজ হন আকমল হোসাইন (২৩) নামে এক যুবক। আট মাস ধরে পরিবারের সাথে যোগাযোগ নেই। আকমল আদোও জীবিত আছেন কি না সেটিও জানা নেই কারো। ইতোমধ্যে তার সন্ধান চেয়ে অভিবাসন ও বিদেশ-ফেরতদের সহায়তা কেন্দ্রসহ বাংলাদেশ দূতাবাসে আবেদনও করা হয়েছে। কিন্তু এখনো মিলেনে কোন হদিস।
নিখোঁজ আকমল বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারি গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।
নিখোঁজ যুবকের বড় ভাই দেলোয়ার হোসাইন জানান, ২০২০ সালের আগস্টে আকমল লিবিয়া যায়। সেখানে গিয়ে কাজ করার পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। ২০২২ সালের ১৯ ডিসেম্বর দেশে আসার কথা ছিল তার। বিমানে উঠার দুইদিন আগে পরিবারকে এমনটি জানিয়েছিলেন তিনি। কিন্তু বিমানে উঠার সময় তাকে গ্রেফতার করে লিবিয়া পুলিশ। বিষয়টি আকমলের এক সহকর্মী তখন বাসায় ফোন দিয়ে জানায়। গ্রেফতারের এক সপ্তাহ পরে আকমল ফোন করে জানায় লিবিয়ার মিসারাতা এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার হয়েছে। এরপর থেকেই আকমলের সাথে আর কোন যোগাযোগ নেই পরিবারের। কিছুদিন আগে একজন ফোন দিয়ে জানান আকমল নাকি মারা গেছে। পরে সেই নাম্বারটিও বন্ধ পাওয়া যায়।