টাঙ্গুায়ার হাওরে ডুবলো পর্যটকবাহী হাউসবোট
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৩, ৮:৪৪:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী দুই হাউসবোটের মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় একটি হাউসবোট পানিতে ডুবে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার দুপুরে জলযাত্রা ও স্বপ্ন নামক এই দুটি পর্যটকবাহী হাউসবোটের মধ্যে এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে টাঙ্গুয়ার হাওরে স্বপ্ন নামের হাউসবোট চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জলযাত্রা হাউসবোটটিকে ধাক্কা দেয়। এতে স্বপ্ন হাউসবোটের নীচ ফেটে পানিতে ডুবে যায় এবং জলযাত্রা হাউসবোটটি ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে জলযাত্রা হাউসবোটের মালিক জুবায়ের আহমেদ বলেন, আমাদের হাউসবোটি সোজাভাবে চলছিলো। হঠাৎ স্বপ্ন হাউসবোটটি তাদের গলই ঘুরিয়ে আমাদের (জলযাত্রা) হাউসবোটের মাঝখানে ধাক্কা দেয়। তাদের হাউসবোটের গলইয়ের আঘাতে আমাদের বোটের জানালা ভেঙে রুমের ক্ষতি হয়েছে।