প্রফেসর হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩, ৭:৪২:৩৫ অপরাহ্ন
মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর শিক্ষাবিদ প্রফেসর এম. হাবিবুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এক স্মরণসভা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠিত হয়েছে। প্রফেসর এম. হাবিবুর রহমান এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ১০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এম হাবিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এনামুল হাবীব। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান ও প্রফেসর এম. হাবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন কমিটি ২০২৩ এর আহবায়ক ড. রমা ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মোঃ নজরুল হক চৌধুরী, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক (অর্থ), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রন্থাগারিক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই প্রফেসর এম. হাবিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, অধ্যাপক এম. হাবিবুর রহমান শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক যার অবদান প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। সমাজের উন্নতির জন্য তাঁর নিবেদন আমাদের প্রতিষ্ঠান এবং ভবিষ্যত প্রজন্মের জন্য যুগান্তকারী আলো হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে প্রফেসর এম. হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন ইউনিভার্সিটির পেশ ইমাম মোঃ ইসমাইল হোসেন। বিজ্ঞপ্তি