মাধবপুরে ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩, ৮:১৮:৩৮ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর ইউনিয়নের দেবপুর এলাকার নির্মাণাধীন একটি ভবন থেকে অমূল্য নাথ (৬১) নামে এক হোটেল ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অমূল্য নাথ উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের মৃত হরকুমার দেবনাথের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয় গ্রামবাসীরা জানান, অমূল্য নাথ দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ বাসস্ট্যান্ডে ওই এলাকার স্থানীয় এক ব্যক্তিকে নিয়ে যৌথ মালিকানায় হোটেল ব্যবসা করতেন। ব্যবসা পরিচালনা করতে গিয়ে শায়েস্তাগঞ্জ এলাকায় কিছু দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নেন। ঋণের সুদাসল পরিশোধ করতে দাদন ব্যবসায়ীরা তাকে চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে তাদের চাপে শায়েস্তাগঞ্জ ছেড়ে বাড়িতে চলে আসেন। বাড়ি ফিরে এলে সমাজের লোকজন তার হোটেলে গরুর মাংস বিক্রির অভিযোগে অমূল্য নাথকে সমাজচ্যুত করে রাখে। পরে তার ছেলেরা বাবার সম্পত্তি নিজেরা কিনে স্থানীয় ও শায়েস্তাগঞ্জ দাদন ব্যবসায়ীদের টাকা পরিশোধ করে। সহায় সম্পত্তি হারিয়ে সমাজচ্যুতির কারণে লোকলজ্জার ভয়ে অমূল্য নাথ প্রায় এক বছর আগে বাড়ি থেকে বের হয়ে যান। বাড়ি থেকে বের হওয়ার ১ বছর পর তার নিজ বাড়ি ছাতিয়াইন থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামের একটি নির্মাণাধীন ভবনে তার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।