জগন্নাথপুরে ডা. সুব্রতকে সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৩, ৮:২১:৪৪ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর পারের গোপরাপুর গ্রামের ব্যবসায়ী সুশান্ত রায়ের পুত্র ডা. সুব্রত রায়কে নিজ এলাকায় সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার স্থানীয় পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও হাওর পারের গ্রন্থাগার এর পক্ষ থেকে ডা. সুব্রত রায়ের হাতে পৃথক ভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুহিত, সহকারি শিক্ষক অধির রঞ্জন দাস, শাহিন মিয়া, সমাজকর্মী বাবলু রায়, হাওর পারের গ্রন্থাগার এর বিপ্লব রায়, কোষাধ্যক্ষ ও রাণীগঞ্জ কলেজের প্রভাষক মিছলুর রহমান, ইব্রাহিম খলিল সহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।