এসএসসিতে শাহজালাল জামেয়ার কৃতিত্বপূর্ণ ফলাফল
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৩, ৬:৪৯:২৫ অপরাহ্ন
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এবারের এসএসসি-২০২৩ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ২৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ২৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯ জন। এ গ্রেডে ১০৬, এ মাইনাস গ্রেডে ১৯, বি গ্রেডে ১৯, সি গ্রেডে ১১ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৬.৮০%। জিপিএ-৫ প্রাপ্তদের সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪৩ ও ছাত্রী ১৬ জন। মানবিক ও ব্যবসায় শিক্ষায় কোন শিক্ষার্থী জিপিএ- ৫ পায় নি।
এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ১৬২ জন, মানবিক বিভাগে ৫৪ ও ব্যবসা শিক্ষায় ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞান বিভাগে ৯৬.৩০%, মানবিক বিভাগে ৯৮.১৯% ও ব্যবসায় শিক্ষায় ৯৬% পাশ করেছে। মানবিক ও ব্যবসায় শিক্ষায় ছেলেদের পাশের হার শতভাগ এবং বিজ্ঞান বিভাগে ছেলেদের পাশের হার ৯৯%। ১৩০ জন ছাত্রের মধ্যে একজন ছাড়া বাকী সবাই পাশ করেছে।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী বলেছেন, গত বছরের চেয়ে এ বছর জিপিএ-৫ কম হলেও ছেলেদের পাশের হার প্রায় শতভাগ। আমাদের অধিকাংশ শিক্ষার্থী অন্যান্য কঠিন বিষয়ে জিপিএ-৫ পেলেও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মতো অপেক্ষাকৃত সহজ বিষয়ে জিপিএ-৫ না পাওয়ায় মোট জিপিএ-৫ প্রাপ্তির সংখা কমেছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে হঠাৎ কেন জিপিএ-৫ কমেছে তা খতিয়ে দেখার জন্য তিনি শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি এ ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
বেলা ১১ টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। বিজ্ঞপ্তি