আজিজুল হক মানিকের মৃত্যুতে জালালাবাদের শোকগাঁথা
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৩, ৮:২৪:১০ অপরাহ্ন
দৈনিক জালালাবাদের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সম্পাদক মুকতাবিস উন নূর।
জালালাবাদ পরিবারের পক্ষ থেকে শোকবার্তায় তিনি বলেন, দৈনিক জালালাবাদের সমস্যা-সম্ভাবনা ও অগ্রযাত্রায় শুরু থেকেই একজন বিশ্বস্থ সৈনিকের ভূমিকায় ছিলেন আজিজুল হক মানিক। ব্যবস্থাপনা সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালকালে নানা সীমাবদ্ধতার মাঝেও তিনি তার আদর্শ ও কর্তব্য থেকে কখনো বিচ্যুত হননি। আচার আচরণে তিনি ছিলেন একজন কুশলী, মার্জিত ও অমায়িক চরিত্রের মানুষ।
মুকতাবিস উন নূর বলেন, আধুনিক, মননশীল ও নতুন যুগের সাংবাদিকতায়ও তিনি ছিলেন সিদ্ধহস্ত। সুস্থভাবে বেঁচে থাকলে গণমাধ্যমকে আরও অনেক কিছু দিতে পারতেন। কর্মের দ্যুতি ছড়াতে পারতেন আপনগুণে। তার সেই অমিত সম্ভাবনা ও দ্যুতি ছড়ানোর পথ বন্ধ হয়ে গেল দীর্ঘ অসুস্থতার পর চিরবিদায়ে। এই ক্ষতি অপূরণীয়।
আল্লাহ যেন তার ভূলক্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন। একইসাথে তার পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দান করেন।