ব্লু বার্ডে শতভাগ পাশ, ১৮৫ জন জিপিএ ৫
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৩, ১১:৫০:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষায় এবারো কৃতিত্বের স্বাক্ষর রেখেছে ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ। চলতি বছর এসএসসিতে ৩১২ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিয়ে সবাই পাশ করেছে। এরমধ্যে জিপিএ ৫.০০ পেয়েছে ১৮৫ জন।
জানা গেছে, এবছর এসএসসিতে বুø বার্ড স্কুল এন্ড কলেজ থেকে ৩১২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে থেকে ১৮৫ জন জিপিএ ৫.০০ (এ+), ১১০ জন জিপিএ ৪.০০ (এ) এবং ১৭ জন জিপিএ ৩.৫০ (এ-) পেয়েছে।
ফলাফল বিবরণীতে জানা গেছে, জিপিএ ৫.০০ পাওয়া ১৮৫ জনের মধ্যে ১৮৪ জনই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এছাড়া ব্যবসায় শিক্ষা থেকে জিপিএ ৫.০০ পেয়েছে ১ জন।
বিজ্ঞান বিভাগ থেকে ২৭৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৮৪ জন জিপিএ ৫.০০, ৮৯ জন জিপিএ ৪.০০ ও ৪ জন জিপিএ ৩.৫০ পেয়েছে।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১ জন জিপিএ ৫.০০, ৮ জন জিপিএ ৪.০০ ও ৮ জন জিপিএ ৩.৫০ পেয়েছে।
মানবিক বিভাগ থেকে ১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৩ জন জিপিএ ৪.০০ ও ৫ জন জিপিএ ৩.৫০ পেয়েছে।