এসএসসিতে আল-আমীন জামেয়ার কৃতিত্ব : পাশের হার ৯৯.৫৮
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৩, ৯:৫২:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে আল-আমীন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় ইসলামপুর। ২৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৩২ জন। এরমধ্যে জিপিএ ৫.০০ (এ+) পেয়েছে ৬২ জন, জিপিএ ৪.০০ (এ) পেয়েছে ১০০ জন, জিপিএ ৩.৫০ (এ-) পেয়েছে ৩৭ জন, জিপিএ ৩.০০ (বি) পেয়েছে ২৪ জন ও জিপিএ ২.০০ (সি) পেয়েছে ৯ জন পরীক্ষার্থী। পাশের হার ৯৯.৫৮%।
জানা গেছে, জিপিএ ৫ প্রাপ্ত ৬২ জনের সকলেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এদের মধ্যে ২৫ জন ছাত্র ও ৩৭ জন ছাত্রী। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ৫০ জন শিক্ষার্থী জিপিএ ৪.০০ ও ১৩ জন জিপিএ ৩.৫০ পেয়েছে।
বিজ্ঞান থেকে পরীক্ষায় অংশ নেয় ১২৬ জন। এরমধ্যে পাশ করেছে ১২৫ জন।
ব্যবসায় শিক্ষা ৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাশ করেছে। এরমধ্যে ৩১ জন জিপিএ ৪.০০ (এ), ১৫ জন জিপিএ ৩.৫০ (এ-), ৬ জন ৩.০০ (বি) ও ১ জন ২.০০ (সি) পেয়েছে।
মানবিক বিভাগ থেকে ৬০ জন অংশ নিয়ে সবাই পাশ করেছে। এরমধ্যে ১৯ জিপিএ ৪.০০ (এ), ৯ জন জিপিএ ৩.৫০ (এ-), ১৮ জন জিপিএ ৩.০০ (বি) ও ৮ জন জিপিএ ২.০০ (সি) পেয়েছে।