এসএসসিতে শতভাগ পাসের ধারাবাহিকতা সমুন্নত রেখেছে মুহিবুর রহমান একাডেমি
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৩, ৩:০৩:৪১ অপরাহ্ন
২০২৩ সালে সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকায় অবস্থিত মুহিবুর রহমান একাডেমি এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাসের ধারাবাহিক রেকর্ড সমুন্নত রেখেছে। মুহিবুর রহমান একাডেমি থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫৮জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। পাসের হার শতভাগ। গতকাল শুক্রবার শিক্ষাবোর্ড থেকে এ তথ্য জানা যায়।
মুহিবুর রহমান একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন জানান, এই বছর আমাদের প্রতিষ্ঠান হতে ৫টি এ প্লাস সহ শতভাগ জিপিএ-৫ পেয়েছে ৫ জন। এতে স্কুলে এসএসসিতে পাশের হার শতভাগ।শিক্ষার্থীদের এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এই কৃতিত্বে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানান। একাডেমির অধ্যক্ষ সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, আমরা আগামীতেও ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।
মুহিবুর রহমান একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে তাদের মিষ্টিমুখ করিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মুহম্মদ ইমদাদ, সিনিয়র সহকারী শিক্ষক অজয় কুমার তালুকদার, রাসেল আহমেদ ও পায়রা সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মুছাদ্দিকুন নবী। বিজ্ঞপ্তি