বিশ্বনাথের জুয়েল জেলা ক্যারম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৩, ৭:২৯:৪৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে দুই দিন ব্যাপী (২৭-২৮ জুলাই) সিলেট জেলা ক্যারম টুর্নামেন্টে শুক্রবার (২৮ জুলাই) জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে জালালাবাদ উপজেলার দিলোয়ার হোসেনকে হারিয়ে বিশ্বনাথ উপজেলার মাহবুবুর রহমান জুয়েল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলা শেষে স্টেডিয়ামের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিজিত চৌধুরী।
স্টেডিয়ামের সচিব বিপুল তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী, বাংলাদেশ ক্যারম ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব, সদস্য জাকরুল আহমদ বাবুল, দাবা ফেডারেশন সিলেটের সাধারণ সম্পাদক রাহাত তরফদার।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বাংলাদেশের জাতীয় ক্যারম খেলোয়ার আনিছ আহমদ, আরব শাহ, ক্যারম খেলোয়ার মুক্তার আহমদ, নুরুল ইসলাম, সংগঠক শাহ টিপু, হিমেল আহমদ, বিজয় দাশ, জমির আলী, কবির খান প্রমুখ।