বিশ্বনাথে নব জোয়ার যুব সংঘের বৃক্ষরোপণ
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৩, ৭:৩৪:১১ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে সামাজিক সংগঠক নব জোয়ার যুব সংঘের উদ্যোগে বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী কয়ছর আহমদ।
সংগঠনের সাধারণ সম্পাদক কয়েস আহমদ সবুজের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য বুরহানুল ইসলাম জাবেদ, রাসেল আহমদ, সজ্জাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজামান নাহিদ, দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক আহবাবুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান, ক্রীড়া সম্পাদক কাইয়ুম হোসেন, সিনিয়র সদস্য সায়হাম আহমদ, সদস্য মারুফ হোসেন, তুহি, ওমর ফারুক, আব্দুর রাব্বি।
উল্লেখ্য, নব জোয়ার যুব সংঘের উদ্যোগে খাজাঞ্চি-কামালবাজার সড়ক থেকে সোনাপুর গ্রাম পর্যন্ত। প্রায় ২৫০ টির অধিক ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করা হয়।